আপা প্রথমে আমার সালাম নিবেন। আমি উত্তরা ১ নং ওয়ার্ড এর একজন ভোটার।
আপা আপনি জানেন যে সাধারন মানুষের কথা চিন্তা করে উত্তরা হাউজ বিল্ডিং থেকে রেল লাইন পরজন্ত ফুটপাত তৈরি করা হয়েছে যাতে করে মানুষ নিরাপদে হাটতে পারে। কিন্তু দুখের বিশয় এই যে এই ফুটপাতে অবইধ ভাবে কিছু টং দোকান বসিয়ে ফুটপাত দখল করে রেখেছে। সকাল বেলা দোকানে ভিরের কারনে ফুটপাত দিয়ে হাটা যায় না। ছোট বাচ্চা দের স্কুলে নিয়ে যেতে হলে রাস্তা দিয়ে হাটা লাগে। এটা জনগণের জন্য নিরাপত্তা হিন। যে কোন সময় কোন যানবাহন বাচ্চা দের উপরে উঠে যেতে পারে।
তাই আমাদের বিনিত অনুরোধ এই ফুটপাত টি দখল মুক্ত করে জনগণকে সাহায্য করবেন।