ঢাকার চারপাশে রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই ও নিরীক্ষা চুক্তি সই হয়েছে। ঢাকার চারপাশে গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে আউটার সার্কুলার ট্রেন চলাচল করবে বলে জানান আয়োজকরা। ✋আমাদের দাবি এই ট্রেন সার্ভিস অন্তত নবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হোক✊ তাহলে দোহার, নবাবগঞ্জ,হরিরামপুর,ফরিদপুর সহ আশে পাশের লোকজন এর দীর্ঘ দিন এর ভোগান্তি কমবে। একই সাথে এসব এলাকার মানুষ অফিস কিংবা পড়াশোনার জন্য ঢাকায় আর থাকতে হবে না। যার মাধ্যমে ঢাকার বিকেন্দ্রীকরণ হবে।এইসব পিছিয়ে পড়া এলাকা গুলোতে শিল্পায়ন ও জীবন মান এর উন্নয়ন হবে ''''''আপনার সদয় দৃষ্টি আকর্ষণ কামনা করছি'''''''