View Question 1758 views

Subject : রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে খোলা ম্যানহোল

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

বনশ্রী জে ব্লকের সাত নাম্বার রোড। গত ৩ মাস ধরেই চলছে সুয়ারেজ পাইপ বসানোর কাজ। এইটা গত একমাসের চিত্র। ম্যানহোল গুলো এভাবেই অরক্ষিত অবস্থায় পরে আছে এক মাস ধরে। রাতেও এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ও মানুষ চলাচল করে। বেশিরভাগ গাড়িই পাশের হাইওয়ে রাস্তার বাই পাস হিসেবে এই ছোট গুলো ব্যবহার করে। বেশিরভাগই নতুন যাত্রী। তারা জানেও না যে রাস্তার ম্যানহোল গুলোর এই অবস্থা। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।। স্থায়ী ভাবে হয়ত ম্যানহোল বসবেই কোন একসময়। কিন্তু আপাতত অস্থায়ী কোন ব্যবস্থা নিলেও সামিয়ক দুর্ঘটনার আতঙ্ক থেকে মুক্তি পেত এই রাস্তায় চলাচলকারি যানবাহন ও মানুষ। উল্লেখ্য যে আসে পাশে সবগুলো রাস্তার একই চিত্র। পহেলা জুন, ২০১৯ দুপুর ১ টায় এই সমস্যাটি ধরা পড়ে আমারএমপি এর একজন ভলান্টিয়ার এর ক্যামেরায়।

এই সমস্যা সমাধানের জন্য ঢাকা ৯ আসনের মাননীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এর দৃষ্টি আকর্ষন করছি।

বিনীত

আমারএমপি