View Question 2130 views

Subject : গাজীপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ সড়কই স্থানীয় সন্ত্রাসীদের দখলে

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন। 

গাজীপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ সড়কই স্থানীয় সন্ত্রাসীদের দখলে । সড়ক দখল করে দুই পাশে বসানো হয়েছে অস্থায়ী দোকান। এসকল দোকান থেকে প্রতিদিন চাঁদা উঠায় স্থানীয় সন্ত্রাসীরা। প্রতি দোকান থেকে প্রতিদিন নেয়া হয় ১৫০ টাকা থেকে ২০০ টাকা। অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় কাউন্সিলরের মদদে এই সকল সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছে। তাছাড়া রাস্তার অবৈধ দখলের কারনে রাস্তায় গাড়ি চলাচলে অনেক অসুবিধার সৃষ্টি হয়। প্রতিদিন ছোট বড় দূর্ঘটনার নিরব সাক্ষী হচ্ছেন অত্র এলাকার মানুষ। সন্ত্রাসীদের হাত অনেক উপর মহল পর্যন্ত থাকায় সাধারন মানুষ এই ব্যাপারে কোন অভিযোগ করেনা।

এই বিষয়ে আপনার মতামত কামনা করছি।

বিনীত

আমারএমপি