গাজীপুরের টঙ্গী এলাকার সরকারি হাসপাতালের সামনের ভিডিওচিত্র এটি ।টঙ্গী স্টেশন রোড বাসস্ট্যান্ডের সামনে এ যেন সাধারন ঘটনা। এই এলাকায় কোনো পাবলিক শৌচাগারের ব্যবস্থা না থাকায় মানুষ অহরহ ঐ স্থানে প্রস্রাব করে জায়গাটাকে প্রচন্ড দুর্গন্ধময় করে রাখে।যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে।যার কারনে মানুষের বাসে ওঠার আগে দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়।হাসপাতালের দেওয়ালই যদি এরকম হয় তাহলে রোগী কিভাবে সুস্থ থাকবে? এই এলাকায় পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা উচিত।
দেশের সৌন্দর্য এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে সংশ্লিট কৰ্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত।