View Question 1931 views

Subject : পরিবেশ রক্ষায় আমাদের এমপি কি করছে?

Avatar

Written By : Shahiduzzaman Bhuiyan

জলবায়ু পরবর্তনের কারনে আমাদের দেশেস আবহাওয়া বিরাট প্রভাব ফেলছে।আর তার মধ্যে পরিবেশ দূষন অন্যতম কারন।আর এর কারন হচ্ছে ইট ভাটা,অবৈধ নদী দখল। কিন্তু এই পর্যন্ত এমপি মহোদয় কি করছে? 

আর এই ধরনের পরিস্থিতি থেকে বের হতে হলে বেশি করে রাস্তার পাশে গাছ লাগাতে হবে ,কিন্তু নরসিংদী ৪ আসনে গাছ কাটা হয় সরকারীভাবে, সরকারীভাবে কেও গাছ লাগায় না। আমার মতে প্রতি রাস্তার পাশে গাছ লাগালে সৌন্দর্য এবং পরিবেশ রক্ষায় অনেক কার্যকরী ভূমিকা হবে।নাম মাত্র উওর না  দিয়ে মাননীয় এমপি মহোদয় যেন এ ব্যাপারে দৃষ্টি আর্কষন করে।আর গত ১০ বৎসর ধরে আমার বাড়ি থেকে বের হওয়ার কোন রাস্তা নেই।পৌরসভা থেকে কোনন পদক্ষেপ নিচ্ছে ।বাড়ি থেকে বের হতে চাইলে মাথা সমান উচু দেয়াল পার করে রাস্তায় আসতে হচ্ছে।আশা করি এই ব্যাপারে এমপি মহোদয় এর মাধ্যমে সমাধান পাবো।আপনার সুসাস্থ্য কামনা করছি।ভালো থাকবেন।