View Question 4264 views

Subject : রাস্তা পাকা করনের জন্য আবেদন

Avatar

Written By : Jafar Haider Tuhin

মাননীয় এমপি মহোদয়,

আসসালামু আলাইকুম।

আমি আপনার আসনের মনোহরদী উপজেলার ১০ নং একদুয়ারিয়া ইউনিয়নের একজন বাসিন্দা।

মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একদুয়ারিয়া পূর্ব পাড়া পাকা রোড হতে কুদ্দুস মৃধার বাড়ি রোড (ভায়া শুইন্না চেয়ারম্যান বাড়ি রোড) পর্যন্ত ১.২ কিলোমিটার রাস্তায় (কোড: ৩৬৮৫২৫০৮০) বর্ষাকালে বৃষ্টি হলে এক হাঁটু কাঁদা জমে। তখন যানবাহন তো দূরের কথা হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। আশেপাশের সব রাস্তা পাকা হলেও শতবর্ষী এই রাস্তাটি পাকাকরণের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। এ রাস্তার মাঝামাঝি রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান; রাস্তাটির সর্ব পশ্চিমে রয়েছে একদুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয় এবং পূর্বে রয়েছে সিএন্ডবি বাজার যাবার রাস্তা। এ রাস্তাটিই এ এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ। বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টের সীমা থাকে না। এ এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে অমানুষিক কষ্ট পোহাতে হয়। অত্র এলাকার সবচেয়ে বড় বাজার সিএন্ডবি বাজার। বালুয়াকান্দা এবং ব্রজেরকান্দার লোকদের সিএন্ডবি বাজার যেতে এ রাস্তাটি পাড়ি দিতে হয়। এছাড়া মনোহরদী উপজেলায় যেতেও লোকজনকে এ রাস্তাটি অতিক্রম করতে হয়। এ রাস্তায় চলাচলের বাধা একটাই- এর বেহাল দশা। রাস্তাটি পাকা হলে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, কৃষকদের এবং এ অঞ্চলের সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতের কষ্ট দূর হবে।

জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নে পরিপূর্ণ সফলতা আনতে আমাদের এ রাস্তাটুকুর দ্রুত পাকাকরনও যেন অংশীদার হতে পারে সেজন্য আপনার কাছে সদয় মিনতি।

নিবেদক,

গ্ৰামবাসীর পক্ষে

জাফর হায়দার তুহিন