View Question 1994 views

Subject : অাঞ্চলিক মহাসড়কের বিষয়ে কিছু কথা।

Avatar

Written By : Shoriful Islam Rony

মহাদয় অামি  শরিফুল ইসলাম রনি পেশার একজন ছোটোখাটো সাংবাদিক ও মানবাধিকার কর্মী অামি International Human Rights Organization বাংলাদেশ এর তথ্য বিষয়ক পরিচালক ও Human Rights Review Society এর সহকারী পরিচালক।  অামি অাপনার সাথে গত ৭ বছর ধরে বিভিন্ন মানুষের না বলা কথা বলার জন্য এসএমএস দিয়ে কল করে যোগাযোগ করার চেস্টা করেছি হয়তোবা ব্যাস্ততার কারণে অাপনি অামার ডাকে সাড়া দিতে পারেননি অাজ অামার এমপি ওয়েবসাইটের মাধ্যমে অাপনাকে পেয়েছি যেটা সত্যিই অানন্দের অামার মত খুদ্র মানুষের কাছে। জনগনের পক্ষ থেকে অামার দুটি প্রশ্ন মহাসড়কের জন্য যে সমস্ত লোকজন নোটিশ পেয়েছে এই নক্সাই থাকবে নাকি চেঞ্জ হবে? অার রাস্তা কি একেবারে সোঁজা হচ্ছে কিনা? জনগনের দ্বাবী তারা যেনো তাদের নায্য পাওনাটা পায় অার এই ব্যাপারে অাপনার মতমত জানতে চাই ।