View Question 2143 views

Subject : ডোবরা মধ্যপাড়ার মজিবরের দোকানের উত্তর পার্শ্বের বেদখল হালটটি দখলমুক্ত করে চলেচলের উপযোগী করার প্রসঙ্গে

Avatar

Written By : Sheikh Abdullah

মাননীয় অভিভাবক,

আমি শেখ আব্দুল্লাহ,

আপনার নির্বাচনী এলাকার সাতৈর ইউনিয়নের ডোবরা মধ্যপাড়ার একজন সচেতন নাগরিক।  আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে এমবিএ করছি।

আমাদের মধ্যপাড়া দুইভাগে বিভক্ত রাস্তার পূর্ব পার্শ্ব আর পশ্চিম পার্শ্ব।

পূর্ব পাশের সকলের ই রাস্তায় উঠতে সরকারী হালট থাকা সত্বেও অন্যের বাড়ির উপর দিয়েই রাস্তায় উঠতে হয়, অন্যদিকে পশ্চিম পাশের সকল মানুষ ই গোছল করার জন্য কুমার নদীতে আসেন, তারাও অন্যের বাড়ির উপর দিয়েই আসেন কারন সরকারী হালট টি বেদখল হয়ে আছে।

হালটটি ৪০০ফিট দৈর্ঘ্য আর প্রস্থ ১৫ ফিটের মত।

ছোট সময় থেকেই সমস্যাটা দেখে আশছি কিন্তু কেউ ই এটার সমাধান করেন নাই।

আপনি আমাদের অভিভাবক,  একমাত্র আপনিই পারেন এটিকে বেদখল মুক্ত করে সকলের চলাচলের উপযুক্ত একটি রাস্তায় পরিণত করতে।

আমাদের চেয়ারম্যান মজিবুর স্যার আর মেম্বার রাজ্জাক সাহেব বলেছেন "এমপি সাহেব এটি ভরাট করে দিলে আমরা উপজেলার পক্ষ থেকে সুন্দর একটি রাস্তা করে দেব"

অতএব, আপনার নিকট আমাদের ডোবরা মধ্যপাড়ার সকলের আকুল আবেদন আমাদের এই হলটটি বেদখল মুক্ত করে সকলের চলাচলের উপযোগী একটা রাস্তা বিনির্মাণ করে বাধিত করবেন।

নিবেদক

শেখ আব্দুল্লাহ

এমবিএ, বিবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়।

সাবেক সহ-সভাপতি, জহুরুল হক হল ছাত্রলীগ।

সাংগঠনিক সম্পাদক, মধুমতি (ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বোয়ালমারী উপজেলা ছাত্র কল্যাণ সংস্থা)