View Question 2050 views

Subject : জয়নগর বাজারে মন্দির এর সামনে থেকে মৎস আরত সরানো প্রসঙ্গে

Avatar

Written By : Dipto

মাননীয় সংসদ সদস্য মহোদয়, আপনি আমাদের গোপালগঞ্জ -1 আসনে অনেক বার বিজয়ী হয়েছেন। দূর্গা পূজার সময় প্রতিবারি জয়নগর বাজারের মন্দিরে ঘুরে যান এবং বক্তিতা দিয়ে যান। আমাদের মন্দিরের কয়েক হাত সামনেই নির্মাণ করা হয়েছে মাছ বিক্রির আরত এবং মন্দিরের পাশে নিয়মিত মাছ বিক্রি হয় এতে প্রচুর গন্ধ ছড়ায় । আমার মনে আছে 4/5 বছর আগে পূজার সময় আপনি বলেছিলেন, মাছের আরত এখান থিকে সরিয়ে নেওয়া হবে। এবং পাশের ডোবা ভরাট করে কৃষ্ণ মন্দির নির্মাণ করা হবে। কিন্তু এত বছরেও তা বাস্তব হয় নি। দয়া করে এই বিষয়টি বিবেচনাই নিবেন।

ধন্যবাদ দিপ্ত