View Question 1559 views

Subject : ”স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিষয়ক”

Avatar

Written By : uttam sarkar

মাননীয় সংসদ সদস্য মহোদয়,

সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি উত্তম সরকার, আপনার নির্বাচনী এলাকা সিংগা ইউনিয়নের একজন বাসিন্দা। উন্নয়ন ও আধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বিকার্য। আপনার ঐকান্তিকপ্রচেষ্টায় শিক্ষা,যোগাযোগ, কৃষি, বিদ্যুত সহ সার্বিক উন্নয়ন হয়েছে।  এমতাবস্থায় আমাদের ইউনিয়নে চিকিৎসা সেবার ভাল কোন ব্যাবস্থা নেই।   আমাদের ইউনিয়নে পুরাতন একটি স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র আছে সেখানে কোন ডাক্তার নেই জরাজীর্ন অবস্থায় আছে । চিকিৎসার জন্য গোপালগঞ্জ শহরে যেতে হয় সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। একটি কমিউনিটি সেন্টার ও একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মানের জন্য অনুরোধ করছি।  

অতএব মহোদয় সমীপে  আবেদন   আপনার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।

বিনীত নিবেদক,

মোবাইলঃ 01737190622