View Question 2396 views

Subject : বেকারত্ব দূরীকরণে ফিল্যান্সারদের পাশে দাড়ানো

Avatar

Written By : Tapos Banik

মাননীয় জনাব মো: আবু জাহির এমপি মহোদয়, প্রথমেই আমার আদাব নিবেন।

আমি  পেশায় একজন ছাত্র ও ফিল্যান্সার।  আমরা হবিগঞ্জ বাসী আপনাকে পেয়ে ধন্য। আপনার মাধ্যমে আমরা  রাস্তাঘাট,  স্কুল-কলেজ , বিদ্যুৎ  সহ একটি আধুনিক শহর পেয়েছি। তারপর ও আমাদের একটি সমস্যা রয়েগেছে তা হল বেকারত্ব। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের বেকারত্ব দূর করার জন্য যুব সমাজ কে ফিল্যান্সিং পেশায় জোড় দিতে বলেছেন । আমরা ও উনার কথায় ফিল্যান্সিং এ জোড় দিয়ে বেকারত্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছি। এমতাবস্থায় আমাদের দেশের ব্যাংকগুলা আমাদের একটি বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।

আমরা যখন আমাদের আমাদের উপার্জিত টাকা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আনি তখন আমাদের দেশের ব্যাংক হঠাৎ করে আমাদের একাউন্ট ফিজ (বন্ধ) করে দেয়। এবং ভিবিন্ন রকম প্রশ্নের সম্মুখীন করে। আপনি হয়ত অবগত আছেন ফিল্যান্সার দের কোন ইনকাম ট্রেক্স বা টি আই এন এর কাগজ নেই। ব্যাংক আমাদের বাধ্য করে এই সব কাগজ পত্র জমা দেয়ার জন্য । আমারা যদি এই কাগজ গুলা জমা দিতে না পারি উনারা আমাদের কাছে ফিল্যান্সিং এর সার্টিফিকেট চায় কিন্তু আমাদের কাছে ত কোন প্রকার সার্টিফিকেট ও নাই। আর আমরা যদি সার্টিফিকেট জমা দিতে না পারি তা হলে আমাদের একাউন্ট বন্ধ।এতে আমরা ফিল্যান্সিং এর আগ্রহ হারিয়ে ফেলছি। তাই আপনার কাছে আমার বিনিত অনুরুধ আমাদের ভবিষ্যৎ চিন্তা করে এবং বেকারত্ব দূরীকরণে আমাদের ফিল্যান্সিং একাউন্ট যাচাই করে আমরা যারা ফিল্যান্সার আছি তাদের একটি করে সার্টিফিকেট প্রদান করে আমাদের শহরকে বেকারত্ব দূর ও ডিজিটাল শহরে রুপান্তর করবেন। 

বিনীত,

 আপনার গুনমুগ্ধ

তাপস বনিক, ডাকঘর এলাকা, হবিগঞ্জ।