View Question 3069 views

Subject : কাজির গাঁও-নিশাপট রাস্তার সংস্কার প্রসঙ্গে।

Avatar

Written By : Sajib Khan

বরাবর,
মাননীয় এম,পি মহোদয়,
হবিগঞ্জ-লাখাই-৩
হবিগঞ্জ।

বিষয়: ৮ নং শায়েস্তাগন্জ ইউনিয়নের কাজির গাঁও-নিশাপটের 'খালের পাড়' রাস্তার সংস্কার প্রসঙ্গে।


জনাব, বিনিত নিবেদন এই যে, আপনার নির্বাচনী এলাকা কাজির গাঁও-নিশাপট তথা ঐ অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা 'খালের পাড়' দীর্ঘ দিন থেকে যোগাযোগের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার দূরঅবস্থার জন্য ঐ এলাকার মানুষ গুলো অনেক সময় রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে না। অনেক সময় মানুষ ভাঙা রাস্তায় গাড়ি নিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে।

অতএব, সমীপে বিনীত নিবেদন, এমতাবস্হা ঐ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে 'খালের পাড়' রাস্তার সংস্কারে আপনার সু-দৃষ্টি কামনা করি।


অনুরোধ ক্রমে-
কাজির গাঁও-নিশাপট গ্রামবাসীর পক্ষে,
ইনাম আহমেদ খান সজীব।
লন্ডন প্রবাসী।