View Question 2032 views

Subject : হবিগঞ্জে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে অপরিকল্পিত ময়লার ভাগার!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন। 

হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারী কলেজ, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম ও আনসার একাডেমীর মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংলগ্ন ব্যস্ততম বাইপাস সড়কের দু’পাশে সম্পূর্ন অপরিকল্পিত ও অবিবেচকের মত তৈরি করা হয়েছে হবিগঞ্জ পৌরসভার ‘ময়লা-আবর্জনার ভাগার’। ওই ভাগারে গত ৫ বছর ধরে বড়-বড় স্তুপ করে রাখা হয়েছে ময়লা-আবর্জনা। ফলে অসহনীয় দূর্গন্ধে চরম ভাবে দুষিত হচ্ছে পরিবেশ, মহামারি আকারে ছড়াচ্ছে রোগ-জীবানু। বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, খেলোয়াড়সহ পথচারীরা। এই রাস্তার পশ্চিম পাশেই রয়েছে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম। এখানে ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে জেলা ক্রীড়া সংস্থা। এর ফলে অংশগ্রহনকারী খেলোয়াড় থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা এই ময়লার দুর্গন্ধের ফলে নাক ছিটকিয়ে আসা-যাওয়া করছেন।
 
এই বিষয়ে আপনার করণীয় কিছু আছে কি? 
 
বিনীত
আমার এমপি