Ambassador
View Question 3644 views
Subject : হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সামনের আবর্জনা অপসারন প্রসঙ্গে
Written By : Ujjal Das
মাননীয় জনাব মো: আবু জাহির এমপি মহোদয়, প্রথমেই আমার সালাম নিবেন। যদিও আমার গ্রামের বাড়ি আজমিরিগঞ্জ, আমি ছোটবেলা থেকে হবিগঞ্জ শহরেই বসবাস করছি। আপনার মাধ্যমে আমরা হবিগঞ্জবাসী এত কিছু পেয়েছি যা গননা করে বলা যাবে না। রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ অনেক কিছুই পেয়েছি, এর মধ্যে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম অন্যতম একটি। এই স্টেডিয়ামটির মাধ্যমে হবিগঞ্জের সবার যেমন খেলাধুলার প্রসারন ঘটেছে তেমন সৃষ্টি হয়েছে দর্শকদের জন্যও খেলা উপভোগ করার মত একটি সুন্দর পরিবেশ। কিন্তু স্টেডিয়ামটির সামনের রাস্তায় আবর্জনার স্তুপ ও দুর্গন্ধের জন্য খেলাপ্রিয় মানুষ স্টেডিয়ামে আসা যাওয়া করতে সমস্যায় ভোগেন । এমনকি আমাদের স্টেডিয়ামে দেশের ভিন্ন জায়গা থেকে বড় মানের খেলোয়াররা খেলতে আসেন, হয়ত উনাদের সামনেও আবর্জনা আর দুর্গন্ধের বিষয়টা আমাদের হবিগঞ্জের ভাবমুর্তি নষ্ট হওয়ার কারন হয়ে দাড়াতে পারে। জনাব, জানি বিষয়টি হয়তো প্রাথমিকভাবে পৌরসভার দায়িত্বে পড়ে কিন্তু পৌরসভা থেকে কোন উদ্যোগ চোখে না পড়ার কারনেই আপনার স্মরনাপন্ন হয়েছি। আমরা এও জানি যে, আমাদের জায়গা স্বল্পতা রয়েছে তবুও আপনার কাছে অনুরোধ রইল যদি সম্ভব হয় এই বিষয়ে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিবেন। ধন্যবাদ, আপনার গুনমুগ্ধ, উজ্জ্বল দাস, ঘাটিয়া অা/এ, হবিগঞ্জ।
Written By : Advocate Md. Abu Zahir -মোঃ আবু জাহির
ধন্যবাদ উজ্জ্বল দাশকে একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। সাথে সাথে অভিনন্দন জানাই এই কারণে বর্তমান সরকারের মাননীয় প্রধামন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে হবিগঞ্জ-লাখাইয়ের সর্বক্ষেত্রে আমি যে ব্যপক উন্নয়ন করেছি তার প্রসংশা করার জন্য। আপনার প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত তবুও বলছি সমস্যাটি সমাধানের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছি। সেইসাথে উজ্জ্বল দাশসহ হবিগঞ্জ জেলাবাসীকেই বলছি, শীঘ্রই আধুনিক ষ্টেডিয়ামের পাশে একটি ইনডোর ষ্টেডিয়াম নির্মাণ করা হবে। যাতে করে আপনাদের সন্তানেরা খেলাধূলার উপযুক্ত পরিবেশ পেয়ে নিজেকে বিশ্বমানের প্লেয়ারে উন্নীত করার সুযোগ পায়। ধন্যবাদান্তে- এডভোকেট মো: আবু জাহির এমপি সভাপতি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।