R. A. M Obaidul Muktadir Chowdhury - র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী
MP
Brahmanbaria-3 , Brahmanbaria
Bangladesh Awami League
View Question 3301 views
Subject : বিজয়নগর উপজেলার উন্নয়ন সম্পর্কে
Written By : Md Imran Hossain
সালাম নিবেন মাননীয় সংসদ সদস্য, প্রথমেই আমি বলতে বলতে চাই নবগঠিত বিজয়নগর উপজেলার উন্নয়ন সম্পর্কে, আসলে আপনার কাছে বিজয়নগর বাসীর চাওয়ার কোন কিছু থাকতে পারে না কারন আপনি বিজয়নগর উপজেলার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং বর্তমানেও করতেছেন। আমরা আশা করি বিজয়নগরের উন্নয়ন আপনার দ্বারা অব্যাহত থাকবে।মাননীয় সংসদ সদস্যের কাছে আমার অনুরোধ আপনি হইতোবা অবগত আছেন যে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল (পূর্বাচল কলেজ বিষ্ণুপুর) যার উদ্ভোধন আপনার দ্বারাই হয়েছিল, ঐই কলেজের প্রতি আপনার একটু দৃষ্টি কামনা করি। কলেজের সার্বিক উন্নয়নে আপনার সহযোগীতা একান্ত প্রয়োজন।
আপনি আমাদের আদর্শ ও অণুপ্রেরনা হয়ে থাকবেন এবং বিজয়নগর বাসীর দোয়া সবসময় আপনার সাথে আছে।পরিশেষে আর কিছু বলতে চাইনা নিজের প্রতি খেয়াল রাখবেন।ভালো থাকবেন এই কামনায় করি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
Written By : R. A. M Obaidul Muktadir Chowdhury - র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী
A written reply has been provided. Please find the attached.
Written By : R. A. M Obaidul Muktadir Chowdhury - র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী
বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে স্থাপিত পূর্বাচল কলেজের সার্বিক উন্নয়নে দৃষ্টি আকর্ষন করে করা একটি প্রশ্ননের উত্তর দিয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেছেন জনাব মোঃ ইমরান হোসেইন।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর ইমতিয়াজ আলম।
একটি লিখিত বার্তার মাধ্যমে এ প্রশ্নের উত্তর দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব
র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।