মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস) এফ সি এ (এমপি) মহোদয়।
কুমিল্লা-১০
বিষয়: মাদক নির্মূল প্রসঙ্গ।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি বঙ্গন্ধ ু-র আদর্শের একজন সৈনিক। বর্তমান সরকারের আমলে আপনার নেতৃত্বে ঢালুয়া সি ওয়ার্ড সহ আপনার নির্বাচনী এলাকায় রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, পুল-কালভার্ট নির্মাণ সহ ব্যাপক উন্নয়নের জোয়ার সাধিত হয়। কিন্তু এত ব্যাপক উন্নয়নের পরও মাদক ব্যাধি সকল সফলতাকে ম্লান করে দিচ্ছে। মাদক নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের সকল অর্জন বিফলে যাবে। কারন সমাজে প্রচার আছে মাদক-কে আমাদের এলাকার লোকেরাই প্রশ্রয় দেয়। বিশেষ ভাবে ঢালুয়া সি-ওয়ার্ড মন্নার বাজারকে মাদকের জন্য ‘‘মিনি টেকনাফ’’ বলা হয়। এরই প্রেক্ষিতে মন্নারা এলাকার সন্তান আওয়ামী পরিবারের সদস্য চাঁদপুর ডিবির এস, আই খন্দকার মুহাম্মদ ইসমাইল এলাকার সর্বস্তরের লোকজনের অনুরোধে তিনি আওয়ামীলীগের প্রথম সারির নেতা-কর্মীদের নিয়ে আওয়ামীলীগের ব্যানারে আপনার স্লোগানের মাধ্যমে মিছিল-মিটিং শুরু করলে মাদক ব্যবসা শূণ্যের কোটায় চলে আসে। যাহা আপনার এবং দলের হিসাবে প্রশংসনীয়। কিন্তু পরিতাপের বিষয় হল কথিত একজন নেতার পৃষ্ঠপোষকতায় মাদক ব্যবসায়ীরা একজোট হয়ে পরপর দুই বার মাদক নির্মূল কমিটির উপর হামলা করে। উপরোক্ত বিষয়ে স্বার্থন্বেষী লোক আপনার নিকট আন্দোলন কারীদেরকে বি এন পি-জামায়াত সাজিয়ে ভূল তথ্য দেয়। এবং কি বর্তমানে প্রশাসনের সহযোগিতার ফলে মাদক নির্মূল কমিটির লোকজন অসহায় এবং মাদক ব্যবসায়ীদের হুমকির ভয়ে ভীত।
অতএব, মন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন মন্নারা বাজারে যদি আপনি এসে একটি মিটিং করে মাদকের বিরুদ্ধে সু-স্পষ্ট বক্তব্য প্রদানের অনুরোধ রইল।