View Question 2819 views

Subject : ঢালুয়া হইতে মাহিনী-শান্তির বাজার পর্যন্ত সড়ক সংস্কার কাজ ধীরগতি প্রসঙ্গে।

Avatar

Written By : Belal Hossain

বরাবর

মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ এমপি মহোদয়

আসসালামু আলাইকুৃম।

আমি আপনার একান্ত অনুগত তুলাতলী গ্রামের নাগরিক মোঃ বেলাল হোসেন বিএসসি। বর্তমানে আপনার দানে ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আমরা আপনার মত এমপি পেয়ে গর্বিত ও আনন্দিত যা নাঙ্গলকোট উপজেলায় স্বাধীনতা পরবর্তীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। যার উল্লেখ যোগ্য হল শতভাগ বিদ্যুতায়ন,শতভাগ সড়ক উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান সহ আধুনিক ডিজিটাল উপজেলা গঠনপ আপনার নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও ভালবাসা রয়েছে।এ জন্য আমরা নাঙ্গলকোট উপজেলাবাসী আপনার প্রতি চির কৃতজ্ঞ। আপনার উন্নয়নের একটি অংশ ঢালুয়া হইতে মাহিনী পর্যন্ত সড়কের সংস্কার কাজটি ধীরগতি যা আমাদের এলাকার জনগনের সীমাহীন কষ্ট হইতেছে।

অতএব মাননীয় মন্ত্রী মহোদয় উক্ত বিষয়টির প্রতি নজর দেয়ার জন্য বিনিত অনুরোধ করছি।

এলাকাবাসীর পক্ষে,

আপনার একান্ত অনুগত

মোঃ বেলাল হোসেন বিএসসি।

মোবাইল নং 01711711821