View Question 2322 views

Subject : ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধি ও দুর্নীতি বন্ধের জন্য আবেদন

Avatar

Written By : MD Shakib Ahmed

মাননীয় মন্ত্রী মহোদয়,

আসসালামু আলাইকুম।  আপনার নির্বাচনী আসন কুমিল্লা ১০ এর  নাঙ্গলকোট উপজেলায় অবস্থানরত নাঙ্গলকোট রেল ষ্টেশন থেকে ঢাকা গামী ২ ট্রেন  চট্টলা এক্সপ্রেস (৬৭) ও মহানগর এক্সপ্রেস (৭২১) যাত্রা বিরতি করে। ষ্টেশনে কর্তব্যরত টিকিট মাষ্টারের ভাষ্যমতে, রেল বিভাগ প্রতি ট্রেনে নাঙ্গলকোট থেকে মাত্র ১০ টি করে আসন দিচ্ছেন। কিন্তু যাত্রীসংখ্যা থাকে কয়েক গুন। মানুষের অসহায়ত্ব কে পুঁজি করে কর্তব্যরত ষ্টেশন কর্মকর্তারা টিকিট প্রতি ৮০- ১০০ টাকা বেশি নিচ্ছেন। অন্যদিকে হাসানপুর রেল ষ্টেশনে ঢাকাগামী শুধুমাত্র চট্টলা এক্সপ্রেস (৬৭) ট্রেনটি যাত্রা বিরতি করে। এখানে ও মাত্র ১০ টি আসন দেওয়া হয়ে থাকে। এই ষ্টেশনে অসাধু কর্মকর্তারা টিকিট প্রতি সাধারন মানুষকে জিম্মি করে টিকিট প্রতি ৮০-১০০ টাকা করে বেশি নিচ্ছেন। তাই নাঙ্গলকোট বাসির আকুল আবেদন এই যে, ২ ষ্টেশন থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস'র ৬০ টি আসন বরাদ্দ করা, অন্যদিকে নাঙ্গলকোট রেল ষ্টেশন থেকে মহানগর এক্সপ্রেস'র ২৫-৩০ টি আসন বরাদ্দকৃত করার জন্য আকুল আবেদন করছি। এতে যেমন রেল ষ্টেশনে কর্তব্যরত কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ হবে তেমনি ভাবে সাধারণ মানুষের হয়রানি কিছুটা কমবে।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আপনি সহৃদয়তার সাথে বিষয়টি বিবেচনা করে তা মঞ্জুর করে বার্ধিত করবেন।