View Question 2695 views

Subject : ঝাটিয়া পাড়া বাজার হইতে পূর্ব বামপাড়া পর্যন্ত রাস্তার সংস্কার প্রসঙ্গে।

Avatar

Written By : Mainuddin

মাননীয় এমপি মহোদয়,

পূর্ব বাম পাড়া হইতে ঝাটিয়া পাড়া বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি জমে রাস্তাটি দিয়ে স্কুল পড়ুয়া শত শত ছেলে মেয়ে সহ গ্রামবাসীর চলাচলের অনুপযোগী হয়ে গেছে, এই রাস্তাটি জুরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নিয়ে জনসাধারণের চলাচলের উপযুগী করে দেওয়ার জন্য পূর্ব বাম পাড়া ও বেল্টা গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি ।

ধন্যবাদ