View Question 1915 views

Subject : গ্যাস লাইন সম্পর্কে।

Avatar

Written By : Mohammad Saiful

বরাবর

মাননীয় অর্থমন্ত্রী ও কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য জনাব আ হ ম মুস্তফা কামাল এফ সি এ (লোটাস কামাল) সাহেব

আমার সালাম ও শুভেচছা গ্রহন করুন। আমি আপনার সংসদীয় এলাকার নাগরিক, আমি নব গঠিত লালমাই উপজেলার ভুলইন দক্ষিন ইউনিয়নের অন্তর্গত ছোট গোসাইপুস্কুরনী গ্রামের নাগরিক। আমার পরিচয় দেওয়ার মত এমন কোন দলীয় পদবী নেই। তবে আমি বাংলাদেশ আওয়ামিলীগের একজন কর্মী, বর্তমানে মালেয়সিয়ায় কর্মরত। আমরা অত্যন্ত গর্বিত যে আপনার মত এমন একজন অভিভাবক পেয়ে, যে আওয়ামীলীগ সরকারের বর্তমান আমলে নব গঠিত লালমাই উপজেলাতে সড়ক, বিদ্যুৎ, শিক্ষা, জনকল্যাণ সহ সকল খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। যা এর আগে কোন এমপি করেনি। আপনি অবগত আছেন যে, লালমাই উপজেলার অন্তর্গত ভুসছি একটি ঐতিহ্যবাহী বাজার এবং এলাকা। কিন্তু আমাদের ভুসছি বাসীর একটাই দঃখ আমাদের এলাকায় গ্যাস নাই। আপনার কাছে আমার এবং ভুসছি এলাকা বাসির অনুরুধ, আমাদের এলাকায় গ্যাস লাইনের সংযোগের বেবস্থা করবেন। পরিশেষ আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

এলাকাবাসীর পক্ষে।

মোহাম্মাদ সাইফুল।

জহুর বাহরূ, মালেয়সিয়া।

মোবাইলঃ +৬০১৬৭৮৯৬০৮৫