View Question 1878 views

Subject : কাঁচা রাস্তা পাকা করন প্রসঙ্গে

Avatar

Written By : Faijanol Hoque

মাননীয় মন্ত্রী,

সালাম নিন। আমার ইউনিয়ন সুলতানানবাদ ইউনিয়ন পরিষদ । আমার গ্রাম মজলিশপুর । দাশের বাজার থেকে মজলিশপুর গ্রামের দিকে যে রাস্তাটি গিয়েছে তার দূরত্ব আধা কিঃ এরও কম । এই রাস্তাটির এমন অবস্থা যে সামান্য বৃষ্টিতে হাটার অযোগ্য হয়ে দাড়ায় । অথচ এই রাস্তাটা দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার জনগন যাতায়াত করে থেকে । রাস্তাটির বেহাল দশার কারনে এখান দিয়ে কোন প্রকার যানবাহন যাতায়াত করতে পারে না । স্কুলগামী কোমলমতি বাচ্চাদের এই রাস্তা পেড়িয়ে স্কুলে পৌছাতে প্রচন্ড বেগ পেতে হয় । ব্যবসায়ীরা তাদের মালামালগুলো খুব সহজে নিতেও পারে না ।

অতএব, আপনার কাছে অনুরোধ যতো দ্রুত সম্ভব এই আধা কিঃ এরও কম রাস্তাটি পাকা করে দেয়ার ব্যবস্থা করিলে এই এলাকার হাজার হাজার জনগন আপনার কাছে আবারও কৃতজ্ঞ হবে ।

ধন্যবাদ ।