View Question 2180 views

Subject : চাঁদপুরে জন্ম সনদ এর জন্য আদায় করা হচ্ছে অতিরিক্ত ফি

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভায় জন্ম সনদের জন্য নির্ধারিত ফি এর চাইতে চারগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। ২০১৭ সালের ১৮ ডিসেম্বর প্রকাশিত গেজেটে 'জন্ম বা মৃত্যুর ৫ বছর পরে নিবন্ধনের ফি ' ৫০ টাকা পুনঃনির্ধারন করা হয়। কিন্তু উক্ত পৌরসভায় এ ফি রাখা হচ্ছে ২০০ টাকা। পৌরসভা থেকে জানা যায়, ৫ নাম্বার জন্ম নিবন্ধন বহিটি হারিয়ে যাওয়ায় উক্ত বইয়ের হাতে লিখা জন্মসনদ গুলো ন্যাশনাল ডাটাবেইজে রেকর্ড করা যায় নি। ফলে সবাইকে বাধ্য হয়েই নতুন করে জন্ম সনদ করতে হচ্ছে। আর তাতে গুণতেও হচ্ছে অতিরিক্ত ১৫০ টাকা। স্পর্শকাতর বিষয় হওয়ায় পৌরসভার ভেতরে ভিডিওচিত্র ধারণ করা সম্ভব হয়নি। সমস্যাটি ২৪ শে ফেব্রয়ারি ২০১৯ আমারএমপি এর একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধরা পড়ে। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য চাঁদপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরউত্তম স্যারের দৃষ্টি আকর্ষন করছি।

বিনীত

আমার এমপি