View Question 2214 views

Subject : মশার উৎপাত থেকে মুক্তি চাই

Avatar

Written By : Moudud Ahmed

মাননীয় এম পি মহোদয় আসসালামু আলাইকুম। আমি ফেনী শহরের রামপুর, পুরাতন পুলিশ  কোয়াটার এর একজন অধিবাসি। ফেনীতে আপনার উন্নয়ন মুলক কাজের আমি ভক্ত। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অধিকারী  হলেও বিশেষ  করে আপনার ফেনীর সৌন্দর্য বর্ধনের কাজ প্রশংসার দাবিদার।

আমার এয়ালাকার অধিবাসী  দের বর্তমান সমস্যা যত্রতত্র  মশার উপদ্রব। শুধু রাতে নয় দিনেও মশার উপদ্রবে পুলিশ  কোয়াটারবাসী অতিষ্ট। আর এর জন্য  দায়ী  খোলা ও আবর্জনায় ঠাসা ড্রেন।ব্যাক্তিগত ভাবে আমি মনে করি ড্রেন এর ড্রেন  এর ময়লা দুরীভুত করে, মশা নাশক  ওষুধ  প্রয়োগের মাধ্যমে আংশিকভাবে  মশা নিধন সম্ভব।বিনীত ভাবে প্রাণপ্রিয়  এম.পি মহোদয়ের কাছে আকুল আবেদন এ সমস্যা  সমাধানে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।

বিনীত, 

মওদুদ আহমদ

পুরাতন  পুলিশ কোয়াটার

রামপুর ফেনী ।