View Question 2152 views

Subject : লালপুল থেকে শহরের বুক চিরে আসা স্টারলাইন পাম্প পর্যন্ত রাস্তার খারাফ অবস্থা প্রসঙ্গে

Avatar

Written By : Anowar Forhad

মাননীয় এম পি মহোদয় আসসালামু আলাইকুম। আমি জামতলা, ফরহাদ নগর, ফেনী সদর, ফেনীর এর একজন স্থায়ী বাসিন্দা। আপনার উন্নয়ন মুলক কাজের আমি একজন অন্যতম ভক্ত। আপনার ফেনীর সৌন্দর্য বর্ধনের কাজ আমার কাছে অত্যান্ত প্রশংসার দাবিদার। আমি বর্তমানে ঢাকাতে কর্মরত আছি কিন্তু প্রয়োজনের ডাকে প্রত্যেক বৃহস্প্রতিবার ঢাকা থেকে ফেনী যাওয়া আসা করতে হয়। যখন ঢাকা থেকে ফেনী গামী বাস স্টারলাইন পাম্প দিয়ে শহরে যায় তখন বুঝতে পারি যে আমাদের লালপুল থেকে শহরের বুক চিরে আসা স্টারলাইন পাম্প পর্যন্ত রাস্তাটার কত যে খারাপ অবস্থা। এটা ফেনী শহরের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা কিন্তু এই রাস্তা টা দীর্ঘ সময় দরে এই রকম অচলাবস্থায় পরে আছে। আপনার মতো একজন আধুনিক ফেনীর রূপকার থাকা সত্বেও অন্তত এই রাস্তা টা এই অবস্থায় পরে থাকাটা অত্যান্ত দুঃখজনক।

আমি আপনাকে সবিনয় অনুরোধ করবো শহরের এই অত্যান্ত গুরুত্বপূর্ণ রাস্তাটা আপনি আপনার সকল ক্ষমতা দিয়ে একটু দ্রুত সচল করার ব্যবস্থা করবেন।


নিবেদক
আনোয়ার ফরহাদ
জামতলা, ফরহাদ নগর
ফেনী সদর, ফেনী।