View Question 1662 views

Subject : ফেনীর এসএসকে সড়কে যানজট আর আবর্জনা

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

ফেনী শহরের প্রাণ কেন্দ্র এস.এস.কে সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে। স্কুল, কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীসহ হাজারো পথচারীদেরও পার হতে হয় এই রাস্তা দিয়েই। কিন্তু এই ব্যস্ততম এই প্রধান সড়কের পাশে ময়লা আবর্জনা রাখার কারণে পুরো এলাকাটি দুষিত হয়ে পড়ছে। তারপর ময়লা আবর্জনা নেয়ার জন্য ট্রাক আসলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়। এতে করে দীর্ঘক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয়। আশপাশের দুষিত দুর্ঘন্ধে অসুস্থ্য হয়ে পড়েন অনেকেই। এভাবেই প্রতিদিন দুপুরে, প্রতিদিন যানজট বাধিয়ে ময়লা ট্রাক ভর্তি করা হয়,আর অকারণে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কষ্ট হয় সাধারণ মানুষের। শহরের প্রাণ কেন্দ্র এসএসকে সড়ক তথা এসি মার্কেট এর সামনের এই আবর্জনা ফেলা বন্ধ ও নেয়ার সময় পুরো রাস্তায় যানজট বন্ধ করে এলাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবী এলাকাবাসী ও যানজটে ভুক্তভোগীদের। ভিডিওটি গত ২৮ মে আমার এমপি ডটকমের একজন ভলান্টিয়ারের ক্যামেরাবন্দী হয়।

এ বিষয়ে ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন হাজারী-এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি