View Question 1445 views

Subject : ফেনীতে ফুটওভারব্রিজ ব্যবহারে অনীহা পথচারীদের, বাড়ছে দুর্ঘটনা !

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

ফেনীর লালপোলের রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম হওয়ায় জনসাধারণের রাস্তা পারাপারের জন্য এখানে রয়েছে সুন্দর একটি ফুটওভারব্রিজ।

কিন্তু সাধারণ মানুষ ফুটওভারব্রিজটি ব্যবহার করছে না।

ব্রিজে উঠতে সময় এবং শ্রম দুটিই লাগে বিধায় তারা জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছে।

সড়ক বিভাজক ভাঙা থাকায় তা এই চলাচলকে আরো গতি দিয়েছে।

ব্যস্ততম এই মহাসড়কে এভাবে রাস্তা পার হতে গিয়ে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সড়ক বিভাজকের ভাঙা অংশ গুলো মেরামত করে এই ঝুকিপূর্ণ চলাচল আংশিক বন্ধ করা সম্ভব বলে মনে করে সাধারণ জনগণ।

ভিডিও টি ধারণ করা হয়েছে ৮ জুন ২০১৯ দুপুর ১২ টা ৪৪ মিনিটে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায়।

এ বিষয়ে ফেনী ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন হাজারী এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি