View Question 1954 views

Subject : শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে সড়ক নির্মাণের আবেদন

Avatar

Written By : ARAFAT HOSSAIN

মাননীয় এমপি মহোদয়,

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী )  প্রথমে আমার সালাম নিবেন। আমি আপনার নির্বাচনী এলাকার অন্তর্গত  চাটখিল  উপজেলার  ১ নং সাহাপুর ইউনিয়নের মমিনপুর  এলাকার বাসিন্দ। আপনি আমাদের এলাকায় উন্নয়নের পূর্ণতা দিয়েছেন ।  মাননীয় এমপি মহোদয় আপনার নিকট আমাদের বিনীত অনুরোধ, আমাদের এলাকায় ‘মমিনপুর দাখিল মাদ্রাসা’ নামে একটা দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে। মাদ্রাসাটিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। এছাড়া গ্রামটিতে প্রায় পাঁচ হাজার বাসিন্দা রয়েছে। কিন্তু মাদ্রাসার সামনের রাস্তাটা এখনো কাঁচা। যার কারণে যাতায়াতের করতে খুবই কষ্ট হয়। এবং বৃষ্টি হলে মাদ্রাসার সামনের রাস্তায় এক হাটু পরিমাণ কাদায় ঢেকে যায়। তাই এ রাস্তায় কোন যানবাহও ঢুকতে চায় না। এছাড়া এলাকার কোন মানুষ অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভালো কোন হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।

অতএব, আপনার নিকট আকুল আবেদন শিক্ষার্থী ও এলাকাবাসীর দিকে তাকিয়ে একটা পাকা রাস্তা নিমার্ণ করে বঙ্গবন্ধুর স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেবেন বলে প্রত্যাশা।  

সৌজন্যে:  শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষেে

আরাফাত হোসেন রবিন

 

০১৭৮৭৭৩৮৪৭২