View Question 2310 views

Subject : রামবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের দ্রুত উন্নয়ন।

Avatar

Written By : Mohammad Iqbal

মাননীয় সংসদ সদস্য

শুরুতে আমাদের সালাম ও শুভেচ্ছা গ্রহন করবেন।আশাকরি ভালো আছেন।

আপনি আমাদের নোয়াখালী৪ আসন বা সদর-সুবর্ণচর এর এমপি হওয়ার পর আমাদের সদর সুবর্ণচরের চেহারা বদলে দিয়েছেন।আপনার সময়ের বর্তমান উন্নয়ন বিগত দিনগুলোর সকল উন্নয়নকে হার মানায়।আমি সদর উপজেলার,০২ নং দাদপুর ইউনিয়ন বাসী।আপনার নির্বাচনী এলাকা আমাদের দাদপুর ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হয়েছে।যা কল্পনাহীন।কিন্তু দুর্ভাগ্গের বিষয় হলো আমাদের ইউনিয়নে একটা মাত্র উচ্চ বিদ্যালয়। কিন্তু আমাদের বিদ্যালয়ের কোন উন্নয়ন নেই।সদর পশ্চিমাঞ্চলের বিদ্যালয় গুলোর মধ্যে রামবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের গুনগত ও লেখাপড়ার মান খুবই ভালো।কিন্তু দুর্ভাগ্গের বিষয় হলো আমাদের বিদ্যালয়ে ভালো কোন ভবন নেই।তাই বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিদ্যালয়ে দৌতলা বিশিষ্ট ভবন খুবই প্রয়োজন। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি,এবং বিদ্যালয়ের যে কানেকটিং রাস্তা দুটি পাকাকরন বাকি রয়েছে তা পাকাকরন দরকার।তাহলে আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার মান ও শিক্ষার্থীদের ব্যাপক উপকার হবে।

তাই আপনার কাছে আমাদের দাদপুরবাসীর দাবী একটায়,রামবল্লভপুরের উন্নয়ন চাই।

ইউনিয়নবাসীর পক্ষে, মোহাম্মাদ ইকবাল।