View Question 1806 views

Subject : অনিয়ম-অব্যবস্থাপনায় জর্জরিত নোয়াখালী জেনারেল হাসপাতাল

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

নোয়াখালীর লক্ষ লক্ষ মানুষের প্রানের চিকিৎসা প্রতিষ্ঠান "নোয়াখালী জেনারেল হাসপাতাল"। ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে সারা বছরই থাকে রোগীদের উপচে পড়া ভিড়। অনেক দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন একটু কম খরচে চিকিৎসা সেবা গ্রহন করার জন্য। যার কারনে প্রতি ওয়ার্ডে ধারন ক্ষমতার অনেক বেশি রোগী ভর্তি হয়। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ তো আছেই। হাসপাতালের বিভিন্ন জায়গায় ভাঙা ও ফাটল থাকায় দূর্ঘটনা ঘটার সম্ভাবনাও অনেক। নোয়াখালী বাসীর দাবী দ্রুত এই হাসপাতালটি সংস্কার করা হোক সাথে সাথে এই হাসপাতালের সিট সংখ্যা বৃদ্ধি করা হোক।

এই বিষয়ে নোয়াখালী-৪ আসনের মাননীয় এম.পি জনাব মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি