View Question 1818 views

Subject : নোয়াখালীতে চলছে নামে বেনামে নম্বরবিহীন মটরসাইকেল।

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

নোয়াখালী সদরে প্রধান সড়কে নম্বরবিহীন মটরবাইকের সয়লাভ। নামে-বেনামে চলছে এসব বাইকগুলো। পুলিশ, সাংবাদিক,নাট্যকর্মী, রাজনীতিবিদ থেকে শুরু করে হরেক রকমের পরিচিতি দেখা যায় এসব বাইকগুলোর নাম্বারপ্লেটের স্থলে। মাইজদী সুপারমার্কেট এর আশেপাশের বিভিন্ন হোটেল, দোকান-পাটের সামনে লক্ষ করা গেছে মোট্রসাইকেলের নম্বরপ্লেটের স্থলে ডিসি অফিস,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,সমকাল নিউজ,রোমস নেটয়ার্ক সহ নানান নামের নম্বর প্লেট ! আমার এমপির ভলান্টিয়ার ১০৬ টি মোটরসাইকেল লক্ষ করলে তার মধ্যে মাত্র ৪৯টির বৈধতার পরিচয় পাওয়া গেছে ! আর বাদবাকী বাইকগুলোর পেছনে সাংবাদিক, পুলিশ, সরকারী পরিচিতি, অমুকভাই-তমুকভাই সমর্থক গোষ্ঠী, অন টেস্ট, সাইফুর'স, নির্বাচনী স্টিকার, মোবাইল নং এবং বিভিন্ন এনজিও এর নাম ইত্যাদি লেখায় ভরপুর ছিলো। আবার কিছু কিছু বাইকের পিছনে নাম্বারপ্লেট লাগানোর মত কোন সিস্টেমই ছিলোনা।

ভিডিওটি আমার এমপির একজন ভলান্টিয়ার মাইজদী সুপার মার্কেট মোড় থেকে গত ১২ই জুন ২০১৯ তারিখ রাত ৯ঃ৩৫ মিনিটে ধারণ করেন ! এ বিষয়ে নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে !

বিনীত

আমারএমপি