View Question 562 views

Subject : সোনাপুর বাস টার্মিনাল সিন্ডকেটের দৌরাত্য থেকে বাঁঁচতে চাই।

Avatar

Written By : Jahidur Rahaman

মাননীয়,

এমপি মহোদয়,

সালাম নিবেন,

সোনাপুর বাস টার্মিনাল সিন্ডকেটের দৌরাত্যের কারণে সুবর্ণচর টু ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়। এতে করে সিএনজি কামাল সিন্ডিকেট ব্যাপক সক্রিয় হয়। তারা সিএনজি ভাড়া ব্যাপক হারে বাড়ায়। এ সিন্ডিকেট বাণিজ্যের সাথে কমিশন বাণিজ্যে জড়িত আছে বলে জানা যায় মেয়র সহ রাজনৈতিক গুরুজন। আপনি আমাদের এমপি। আপনার একটা হুংকারে সকল বিষয় সমাধান হতে দেখেছি। আপনার মাধ্যমে ঢাকা টু সুবর্ণচর বাস সার্ভিস চালু হবেই আশা করছি। এর সাথে বলছি সিন্ডিকেট ভাংতেই হবে । আমরা কিন্ত প্রায় সময় সিএনজি তে চলাচল করি । দোষ কিন্ত আপনার দিকেই দিচ্ছে সবাই। হয়তবা সরাসরি বলার সাহস কেউ করেনা। তাই বলছি সবাই কিন্তু আপনার নাম ভাঙ্গিয়ে খায়তেছে। দয়া করে এ বিষয়ে আপনি একটু দৃষ্টি দিন। আমাদেরকে সোনাপুর বাস টার্মিনাল সিন্ডকেটের দৌরাত্য থেকে বাচাঁন।