আমাদের বাড়ীর পাশ তথা বালিয়াপাড়া স্কুল থেকে রাজাপুর গ্রামের শেষ মাথা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা শুরু থেকেই কাচা ছিল বর্তমান সরকার রাস্তাটি পিচ করনের ব্যবস্থা করে এবং ৬-৭ মাস পূর্বে কাজ শুরু হয়েছে। তখন বর্ষাকাল রাস্তাটি খোড়া-খুড়ির ১ মাস পর কাজ বন্ধ হয়ে যায় যার ফলে রাস্তাটি প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, তারপরও আমরা সেই রাস্তা দিয়ে খুব কষ্ট করে যাতায়াত করেছি এই ভেবে রাস্তাটি তো পাকাকরণ হচ্ছে। কিন্তু অতি দু:খের বিষয় ৪-৫ মাস পর আবারও মাটি, বালি ভরাট করার পর কিছুদিন পড়ে থাকে তারপর ২-৩ নং ইটের খোয়া ভরাট করতে করতে রাস্তাটি রোলার না করে আবারও কাজে ধীর গতি চলে আসে। এমতাবস্থায় খাড়া-খাড়া ইটের খোয়ার মধ্যে ভ্যান, সাইকেল, মোটরসাইকেল তো চলা দূরের কথা মানুষ চলতে খুব কষ্ট হচ্ছে। সহজ-সরল ও খেটে মানুষ নিয়ে আমার গ্রাম সেজন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে কেউ কোন রকম জবাব চাইতেও পারে না। আমার মনে হয় কর্তৃপক্ষের তদারকির অভাবে মাত্র ১ কিলোমিটার রাস্তাটি তৈরিতে এত দেরি হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সদয় মর্জি হয়।