View Question 2450 views

Subject : রাস্তা পাকাকরন প্রসঙ্গে

Avatar

Written By : শরৎ চন্দ্র রায়

মাননীয় মন্রী মহোদয়, 

আমার আদাব নিন। 

কুড়িগ্রাম জেলার অন্তরভুক্ত রাজারহাট উপজেলায় ১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন এর অর্ন্তভূক্ত ভিমশর্মা গ্রাম। কাশেম বাজার থেকে ভিমশর্মা পর্যন্ত । প্রায় ৩ কিমি কাচা রাস্তা রয়েছে এবং সে রাস্তা দিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ যাতায়াত করে প্রতিদিন। রাস্তার পাশে ভিমশর্মা উচ্চবিদ্যালয়,হিন্দুদের শিববাড়ী সাবর্জনিন মন্দির, জামে মসজিদ ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আশেপাশের গ্রাম যেমন কিশামত গোবধা এলাকার মানুষ ও এই রাস্তা দিয়ে চলাচল করে এবং এলাকার স্কুল-কলেজ গামী ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। বর্ষা কাল বা সামান্য বৃষ্টি হলে এই রাস্তার বেহাল দশা/অচল অবস্থা হয়ে যায় ।

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী এই রাস্তাটি যেন পাকা করা হয়। এতে আপনার সুদৃষ্টি কামনা করছি।

বিনীত

শরৎ চন্দ্র রায়

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(/var/www/amarmp.com/public_html/storage/framework/sessions/b2d20e6b47211887a978b041ab9d518227f255ed): failed to open stream: No space left on device

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError()
  3. at file_put_contents() in Filesystem.php line 111
  4. at Filesystem->put() in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write() in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate() in Kernel.php line 155
  8. at Kernel->terminate() in index.php line 56