View Question 2486 views

Subject : রামগতির চর পোড়াগাছায় বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ নির্মান প্রসঙ্গে!

Avatar

Written By : Nuruddin Roksar

মাননীয় এমপি মহোদয়, লক্ষ্মীপুর-৪, রামগতি-কমল নগর সংসদীয় আসন।

আপনার সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানতে চাই-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পোড়াগাছা গ্রামে ‘শেখের কিল্লা’ নামক স্থানটি দেশের একটি ঐতিহাসিক স্থান। এই স্থানটিকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ নির্মাণ রামগতিবাসীর প্রানের দাবি। বিশ্বস্থ সূত্রে জানতে পারলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া এক আবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার বাইরে প্রথম রামগতির চর পোড়াগাছায় সফর করেন। নিঃসন্দেহে জাতীয় প্রেক্ষাপটে এটি একটি ঐতিহাসিক ঘটনা।

রামগতির তরুণ প্রজন্ম ও স্থানীয় জনসাধারণের দির্ঘ্য দিনের স্বপ্ন রামগতিতে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভ নির্মান হবে! আমার জানামতে ব্যক্তিগত ভাবে আপনিও এব্যাপারে যথেষ্ট আন্তরিক।

রামগতির তরুন প্রজন্ম ও এলাকাবাসীর পক্ষ থেকে আমার এমপি ডট কম এর মাধ্যমে এই ব্যপারে জানতে আপনার সাথে সরাসরি সংযোগের সুযোগ নিলাম- আশা করি আপনি উল্লেখিত ব্যাপারে বিস্তারিত জানাবেন-

রামগতি-কমল নগরবাসীর পক্ষে,

মোঃ নুরউদ্দিন রোকসার।