View Question 1633 views

Subject : সরকারি খাস জমিতে খেলাধুলা করার জন্য অনুমতির আবেদন।

Avatar

Written By : Md Manjurul Islam

মাননীয় এম.পি

ফটিকছড়ি ২

 

মহোদয়,

যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে,ফটিকছড়ি থানার অন্তর্গত নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড়ের বাসিন্দা হই।আমাদের দক্ষিণ সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদের খেলাধুলা করার যে একমাত্র মাঠ ছিল তাতে বিদ্যালয়ের নতুন ভবন নর্মাণ করার করণে মাঠটি একদম ছোট হয়ে গেছে।

এমতাবস্থায় খেলাধুলা করার অনুপযোগী হয়ে গেছে,

আমাদের হালদা নদির চরে একটি মাঠ উঠিয়াছে যাহার আর.এস. দাগ ৩৮২৩,বি.এস. ১ নং খতিয়ান, বি.এস. ৪৬৩২ দাগে ৬০ শতক সরকারি খাস জমি পরিত্যক্ত অবস্থায় রহিয়াছে, জায়গাটি এলাকার জনসাধারণ এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার ছেলে মেয়েদের খেলাধুলা করার জন্য উপযুক্ত স্থান বলে আমরা মনে করি। আমাদের এই আবেদন খানাটি মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট দিয়েছিলাম, উনি তদন্ত করে দেখেছেন সরকারি খাস জমি পরিত্যক্ত রহিয়াছে। 

অতএব,মাঠ খানা এলাকার জনসাধারণের খেলাধুলা করার জন্য অনুমতি দিলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব।

 

নিবেদকঃ

দক্ষিণ সুয়াবিল দুর্বার সমিতি

রেজিঃ নং-১৩৮০/৮৮

সভাপতি-হুমায়ুন রফিক

সাধারণ সম্পাদক-মহসিন ইকবাল হায়দার পারভেছ

সহ সমিতির সকল সদস্য বৃন্দ ও এলাকার জনসাধারণ