View Question 2033 views

Subject : চট্টগ্রামের ষোলশহরে আকতারুজ্জামান ফ্লাইওভার- এক অনন্য সৌন্দর্যের উদাহরণ!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন। 

দেশের বড় বড় শহরে জানজট নিরসনের জন্য তৈরী হয় ফ্লাইওভার । কিন্তু এই সব ফ্লাইওভার এর নিচে ময়লা আবর্জনার ভাগার দেখা যায়। ব্যতিক্রম চট্টগ্রামের ষোলশহর এলাকার ২নং রোডের আকতারুজ্জামান ফ্লাইওভার।  এই ফ্লাইওভারটির নিচ দিয়ে হাটার সময় দেখা যায় ফ্লাইওভার এর নিচের অংশে বিভিন্ন প্রজাতীর গাছ সহ ফুলের বাগান করা হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে তেমনি অন্যদিকে এ পথে যারা চলাচল করছেন সবাই ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। এভাবে যদি বাংলাদেশের প্রতিটি ফ্লাইওভার এর নিচের জায়গাটুকুতে বাগান করা যায় তাহলে যে কোন উন্নত দেশের মত পরিচ্ছন দেশ হত আমাদের সবার প্রিয় এই বাংলাদেশ ।
 
ভিডিওটি বিগত ২জুন ২০১৯ ইং তারিখ বিকাল ৪ ঘটিকার সময় আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরাায় ধারন করা হয়।
 
পরিবেশের উন্নয়নে অসামান্য এই উদ্যোগের জন্য চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মইন উদ্দীন খান বাদলকে আমার এমপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। 
 
বিনীত
আমারএমপি