Ambassador
View Question 5075 views
Subject : কালুরঘাট-বোয়ালখালী ব্রীজ
Written By : Hussain Muhammad Arman
মহোদয়, সশ্রদ্ধ সালাম নিবেন। আমি চান্দগাঁও থানার অধীন মোহরা ওয়ার্ডের ইস্পাহানি স্কুল সংলগ্ন মহল্লায় থাকি। ২০০৮ সালের ২৮ শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আপনি ইস্পাহানি জামে মসজিদের মাঠে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি নির্বাচিত হলেই কালুরঘাট-বোয়ালখালী র উপরে নতুন সেতু নির্মাণ করবেন। ধন্যবাদ চট্টগ্রাম ৮ আসনের জনগণ কে তারা আপনাকে এমপি নির্বাচিত করেছে। কিন্তু আপনি দ্বিতীয় মেয়াদ সহ মিলে প্রায় আট বছর এমপি হিসেবে আছেন তবুও আমরা নতুন সেতুর জন্য একটা পিলার জমাতেও দেখলাম না। আমরা আন্দাজ করতে পারি যে, অনেক ব্যাপার আছে। কিন্তু এই সেতু আমাদের অন্যতম প্রয়োজনীয় বিষয় হয়ে দাড়িয়েছে। তাই আপনার প্রতি যথাবিহিত সম্মানপূর্বক শ্রদ্ধার সাথে আমি জানতে চাই, "ঠিক কবে নাগাদ কালুরঘাট-বোয়ালখালী সেতুর কাজ শুরু হবে?? এবং নতুন নির্মিতব্য সেতুটি বর্তমানে ব্যবহৃত একমুখী সেতুর ডানদিকে হবে নাকি বামদিকে হবে? সবশেষে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রাখুন। বিনীত, আপনার নির্বাচনী এলাকার ভোটার মোঃ আরমান হোসেন
Written By : Mayeen Uddin Khan Badal -মইন উদ্দীন খান বাদল