মাননীয় মন্ত্রী অামি অাপনার দক্ষিন হালিশহর ৩৯নং ওয়ার্ডের একজন বাসিন্দা। এই ওয়ার্ডের সিমেন্ট ক্রসিং মোড় থেকে কাটগড় পর্যন্ত বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে'র কাজ চলমান রয়েছে যার ফলে মূল সড়কের মাঝখানের অংশ বন্ধ করে দেয়া হয়েছে।ইপিজেড থেকে কাটগড় পর্যন্ত সড়কটি অাগে থেকেই সড়ু। বর্তমানে কাজ চলার কারনে সেই সড়ু সড়কটির মাঝখানটা বন্ধ হয়ে যাবার কারনে দিনরাত যানজট লেগেই থাকে।রাস্তার যতটুকু জায়গা যান চলাচলের জন্য রয়েছে তার মধ্যে দেখা যায় বিভিন্ন দোকানদার তাদের দোকানের জিনিসপত্র দোকান ছাড়াও রাস্তায় মজুদ করে রাখে এবং বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি ওই সড়ু রাস্তাতেই পার্কিং করা থাকে, যার ফলে ওই রাস্তায় অসহনীয় যানজট লেগেই থাকে। এই যানজটে পড়ে মানুষের মূল্যবান কর্মঘন্টা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং সড়কের মাঝে অনেক বৈদ্যুতিক খুঁটি ও অাছে যেগুলো যান চলাচলের ব্যাঘাত ঘটাচ্ছে। উল্লেখ্য ওয়ার্ডের র্যাব-৭ গলির উল্টোদিকে রাস্তার অর্ধেক অংশটাই ডাস্টবিন, ময়লা-অাবর্জনা ফেলে ভরা থাকে এবং ভ্রাম্যমাণ হকাররা রাস্তার মধ্যেই তাদের পসরা সাজিয়ে বসে।
মাননীয় মন্ত্রী, এমতাবস্থায় অাপনার কাছে বিনীত নিবেদন অাপনি ইপিজেড মোড় থেকে কাটগড় পর্যন্ত সড়কটির এই সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করার ব্যবস্থা করবেন।