চট্টগ্রাম আক্তারুজ্জামান ফ্লাইওভারের ২ নাম্বার গেইট থেকে জিইসির দিকে জ্বলছে না কোন বৈদ্যুতিক বাতি। কোটি কোটি টাকা খরচ করে বানানো ফ্লাইওভারটি অন্ধকারে নিমজ্জিত। যার ফলে ভোগান্তিতে পরছে ড্রাইভার ও সাধারন মানুষ। একাধারে অন্ধকার ও নির্জন স্থান হওয়ায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। বাতি না জ্বলায় একদিকে যেমন হয়রানী হচ্ছেন সাধারণ মানুষ অপর দিকে ফ্লাইওভার হারাচ্ছে তার সৌন্দর্য। ভিডিও টি আমার এম পির একজন ভলান্টিয়ার গত ২০ জুন ২০১৯ রাত ৯ টায় ধারণ করেন। এ বিষয়ে চট্টগ্রাম ১১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম আব্দুল লতিফ এর দৃষ্টি আকর্ষণ করছি।