View Question 1999 views

Subject : শিক্ষা বাণিজ্য এবং মাদক।

Avatar

Written By : M Humayan Kabir Rana

তারিখ:২৩.০৩.২০১৭

বরাবর,

মাননীয় এমপি মহোদয়, 

আসসালামু আলাইকুম,

সবিনয় নিবেদন, মাননীয় সাংসদ,আমি জন্মসূত্রে একজন বাংলাদেশী নাগরিক এবং আপনার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১ আসনের স্থানীয় বাসিন্দা ও ভোটার। নিম্নে সংক্ষেপে আমার দেখা সমস্যাগুলো তুলে ধরা হলো..... শিক্ষা বানিজ্য। আমি যে এলাকায় বসবাস করি তা আপানর নির্বাচনী আসনের অতি জনবহুল একটি এলাকা হয়।সমৃদ্ধির স্বর্নধার চট্টগ্রাম বন্দর,চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াকরন এলাকা সহ বিভিন্ন শিল্প কারখানা অত্র এলাকার নিকটবর্তী হওয়ায়,দেশের বিভিন্ন জেলার মানুষ জীবিকার তাগিদে অত্র এলাকায় বসবাস করে।অত্র এলাকায় বসবাসকারী শিল্পপ্রতিষ্টানে কর্মরত মানুষের সন্তানদের শিক্ষাগ্রহনের সুযোগকে কাজে লাগিয়ে অত্র এলাকায় বিভিন্ন নামে বেনামে অবৈধ শিক্ষা প্রতিষ্টান গড়ে উঠেছে।অত্র এলাকায় সরকারী শিক্ষা প্রতিষ্টানের সংখ্যা কম হওয়ায় কর্মজীবী সাধারন মানুষেরা তাদের সন্তানদেরকে সুশিক্ষার আশায় এসব অবৈধ বেনামী শিক্ষা প্রতিষ্টানে ভর্তি করাতে বাধ্য হচ্ছে।সেসব শিক্ষা প্রতিষ্টান সমুহ সুযোগের সদ ব্যবহার করে অভিবাবকদের কাছ থেকে সরকার নির্দারিত ফি 'র বাহিরে গলা কাটা অর্থ আদায় করছে ।উল্লেখ্য,কিছু এমপিও ভুক্ত আধা সরকারী প্রতিষ্টানের বিরুদ্ধেও এমন অভিযোগ পাওয়া গেছে। মাদক। মাদক আমাদের সমাজ তথা দেশের জন্য একটি অভিশাপ।চট্টগ্রাম -১১ আসন সমুদ্র বন্দর সংলগ্ন হওয়ায়,প্রশাসনের চোখ কে ফাকি দিয়ে অতি সহজে আমাদের সমাজে প্রবেশ করছে।জনবহুল পূর্ন এলাকা হওয়ায় তা বিভিন্ন কায়দায় সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে।বসন্তের আাগমনে যখন নাকে ভেসে আসার কথা ফুলের মনোরম সুবাস কিন্তু দুঃখের বিষয় এখন আমাদের নাকে ভেসে আসে মাদকের বিষাক্ত গন্ধ।যার বিষাক্ত ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। মাননীয় সাংসদ আপনি আমাদের নির্বাচিত অভিবাবক।

আমার প্রশ্ন হলো উপরোক্ত, অভিযোগ সমুহ সমাধানে আপনার করনীয় কি???

Best Regards

M Humayan Kabir Rana