View Question 1917 views

Subject : বর্তমানে নন্দিগ্রাম চারমাথা মোড় থেকে আমিরপুর পর্যন্ত কাঁচা রাস্তা পাকা প্রসঙ্গে

Avatar

Written By : Ruhul Amin

মাননীয়, 
সংসদ সদস্য মহোদয়, 
সালাম ও শুভেচ্ছা নিবেন। উন্নয়ন ও অাধুনিক উপজেলা গঠনে আপনার অবদান অনস্বীকার্য। আমি মোহাম্মদ পুর ইউনিয়নের একজন স্হায়ী বাসিন্দা। আপনি  জানেন " নন্দিগ্রাম চারমাথা মোড় হইতে আমিরপুর  পর্যন্ত রাস্তাটি এখনো কাঁচা। বর্ষাকালে জনগন ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ব্যাপক দূর্দশায় পড়তে হয়। আমি/আমরা বিগত কয়েক বছর থেকে শুনে আসতেছি যে এই বছরেই পাকা হবে কিন্তু এখন ও  কোন কার্যক্রম দেখতেছিনা । আমার প্রশ্ন আপনি এই  রাস্তাটি পাকা করণে কোন পদক্ষেপ নিবেন কিনা?

  আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
                                                                                                                                                                                      

   বিনীত

মোঃ রুহুল আমিন (নয়ন)

০১৭১৭৯৭৯৯১৪