View Question 1872 views

Subject : টিলার উপরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকেন্দ্র, রোগিরা টিলাতে উঠতেই কাহিল!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়

শুভেচ্ছা ও সালাম রইলো। 

সিলেট এর ঢাকা দক্ষিণের একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকেন্দ্র আমাদের একজন ভোলানটিয়ারের নজরে এসেছে। এটি একটি অনেক উচু টিলার উপরে। কয়েকশ' সিড়ি বেহে উপরে উঠতে হয়। দেখা যায় একজন অসুস্থ রোগি ভয়েই এতো উপরে উঠে আরো অসুস্থ হতে চায় না। চিন্তা করে দেখুন, একজন হার্টের রোগির কি অবস্থা হতে পারে? এরকম লোকেসানে কিভাবে একটি স্বাস্থ্যকেন্দ্র হতে পারে ভাবার বিষয়!

এই বিষয়ে আপনার মতামত জানতে চাই।

বিনীত

আমারএমপি টিম