১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কাস্ট হওয়া ভোটের ৩০.০৮ শতাংশ পায় বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৯৬ সালের নির্বাচনে দলটির ভোট ৭ শতাংশ বেড়ে ৩৭.৪৪ শতাংশে দাঁড়ায়। ২০০১ সালের নির্বাচনে দলটির ভোট ৩ শতাংশ বেড়ে ৪০.১৩ শতাংশে দাঁড়ায়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোট আরও প্রায় ৮ শতাংশ বেড়ে ৪৮.০৪ শতাংশে দাঁড়ায়।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ২০০৮- যেসব আসনে হার-জিতের ব্যবধান সংশ্লিষ্ট আসনের মোট প্রাপ্ত ভোটের ৫% সেগুলা আমারএমপি সার্ভে টিম আলাদা করেছে। প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায় মোট ৩৩ টি আসনে হার-জিতের ব্যবধান ৫%।
গত এক বছর ধরে 'আমারএমপি' ডট কম বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ টি আসনে আওয়ামী লীগ ও বিএনপির যেসব প্রার্থী জনপ্রিয়তায় এগিয়ে আছে এই নিয়ে সার্ভে করে আসছে। ইতোমধ্যে সেই সার্ভে শেষ হয়েছে। আমরা বিভাগওয়ারী সেই সার্ভের ফলাফল প্রকাশ করতে যাচ্ছি।
বাংলাদেশের দুটি প্রকল্প উইসিস (WSIS) ২০১৮ পুরস্কারের দ্বিতীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় আমার এম পি’র অভিনন্দন...
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমারএমপি' প্রজেক্টটি ''OPEN PARLIAMENT THROUGH DIGITAL ENGAGEMENT'' শিরোনামে United Nations এর অন্তভূর্ক্ত বিশেষ এজেন্সি The International Telecommunication Union (ITU) এর World Summit on the Information Society (WSIS) Prizes for 2018 এর জন্য প্রাথমিকভাবে মনোনিত হয়েছে।