The Grant Writer is primarily responsible for developing and writing grant proposals to foundations and other grant-making organizations, and will persuasively communicate AmarMP's mission and programs to potential funders. Reporting to the General Secretary, the Grant Writer will assemble and submit grant requests, establish and maintain personal contact and relationships with organization contacts, conduct prospect research, and maintain a calendar of submissions and other deadlines.
আমরা অন্তত আনন্দের সাথে জানাচ্ছি যে, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ডিজিটাল অ্যাওয়ার্ড পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমার এমপি ডটকম’। ভারতের ডিজিটাল ফাউন্ডেশন এমপাওয়ারমেন্ট ইন্ডিয়ার (ডিএফই) এম বিলিয়ন্থ এওয়ার্ড নামের এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ১৯৬ টি সংগঠনের মধ্য থেকে ই-গভর্নেস ক্যাটাগরিতে ৭ টি সংগঠনকে মনোনীত করে। চূড়ান্তভাবে আমার এমপি ডটকমের সঙ্গে জিতেছে আই চেঞ্জ মাই সিটি ও সিলভার টাচ ইন। তবে আমার এমপি ডটকমই একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান।
বাংলাভাষা ভিত্তিক ওয়েবসাইট হিসেবে ‘এমবিলিয়নথ এ্যাওয়ার্ডস-২০১৭’-এর মনোনয়ন তালিকায় স্থান করে নিয়েছে ‘আমার এমপি ডটকম’। মনোনয়ন পাওয়া ৬৫টি ওয়েবসাইটের মধ্যে সরকারী ও নাগরিক কাজে সম্পৃক্ত থাকার কারণে সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছে এই সাইটটি। প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ২৯৪টি সাইট আবেদন করেছিল। আগামী ৪ আগস্ট নয়াদিল্লীতে ‘এমবিলিয়নথ এ্যাওয়ার্ড গালা ২০১৭’ শীর্ষক এক অনুষ্ঠানে বিজয়ী ওয়েবসাইটগুলোর নাম ঘোষণা করা হবে। চলতি বছরের মার্চে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচিত ৩০০ এবং সংরক্ষিত ৫০টি নারী আসনের এমপিদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের জন্য ‘আমার এমপি ডটকম’ সাইটটি চালু হয়। সাইটটিতে রয়েছে দেশের সব এমপির তথ্য।
Dr. Shirin Sharmin Chaudhury -ড. শিরীন শারমিন চৌধুরী Zunaid Ahmed Palak -জুনাইদ আহ্মেদ পলক Obaidul Quader -ওবায়দুল কাদের Mohammed Hasan Mahmud -মোহাম্মদ হাছান মাহমুদ
নারী কনস্টেবল হালিমা আক্তারের ধর্ষনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে আমার এমপি ডটকমের পক্ষ থেকে ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে আমিও দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই বলে মন্তব্য করেছেন।
Nazim Uddin Ahmed -নাজিম উদ্দিন আহমেদ
আমার এমপি ডটকমের পক্ষ থেকে শুরু হয়েছে ভিডিও ক্লিপের মাধ্যমে নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনা জানানোর প্রতিযোগিতা। ওইসব সমস্যা ও সম্ভাবনার কথা জানানো হবে ওই এলাকার এমপিদের। প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা ১০ জন বার্তা প্রেরকের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। একই সঙ্গে আমার এমপি ডটকমের পক্ষ থেকেও এমপিদের কাছে জানতে চাওয়া হচ্ছে তার এলাকায় করা ১০টি উন্নয়ন কর্মকান্ডের কথা, সেই সঙ্গে আমাগী ২ বছরের উন্নয়ন পরিকল্পনাও; জানাচ্ছেন তারা।
Source: The Daily Janakantha
Dr. Shirin Sharmin Chaudhury -ড. শিরীন শারমিন চৌধুরী Zunaid Ahmed Palak -জুনাইদ আহ্মেদ পলক #Bangladesh #Bangladesh News #News Coverage
কিশোরগঞ্জ -৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলায় (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) ব্যাপক উন্নয়ণ হয়েছে এবং হচ্ছে। আমার এমপি ডট কমের করা এক প্রশ্নের উত্তরে তিনি তার এলাকায় হওয়া ১২ টি উন্নয়ন কর্মকান্ডের তথ্য তুলে ধরেছেন। একই সঙ্গে জানিয়েছেন আগামী ২ বছরের উন্নয়ন পরিকল্পনা। ডিজিটাল মাধ্যমে গুরুত্বপূর্ণ এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন আমার এমপি ডটকমকেও।
Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক #Bangladesh #Bangladesh News #Haor #কিশোরগঞ্জ #হাওড়
গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আমার এমপি ডট কম এর একটি স্বেচ্ছাসেবক দল এবং অনলাইনে ২০ মার্চ ভোর রাত পর্যন্ত জরিপ চালিয়েছিল। সেখানে জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারি জনমত জরিপে এগিয়ে থাকলেও ভোটের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীই বিজয়ী হয়েছে।
Golam Mustofa Ahmed -গোলাম মোস্তফা আহমদ Shameem Haider Patwary -শামীম হায়দার পাটোয়ারী
গাইবান্ধা-১ আসনের নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। অপেক্ষা শুধু মাঝে একটি রাতের। এরই মধ্যে নির্বাচনের সকল প্রকার প্রচার প্রচারণা শেষ হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মত জনগণ এবং জনপ্রতিনিধিদের মধ্যে সেতুবন্ধনকারী প্ল্যাটফর্ম আমার এমপি ডট কমের একটি বিশেষ টিম সেখানে জরিপ চালিয়েছে। আমার এমপির জরিপ অনুযায়ী গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী।
Golam Mustofa Ahmed -গোলাম মোস্তফা আহমদ Shameem Haider Patwary -শামীম হায়দার পাটোয়ারী #By-Election 2017 #Gaibandha-1 Bu-Election #Gaibandha-1 By-Election #Shameem Haider Patwary #গাইবান্ধা-১ উপ নির্বাচন #গোলাম মোস্তফা আহমদ
সাত প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে সরকার দলীয় প্রার্থী গোলাম মোস্তফা আহমদ ও জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর মধ্যে। নির্বাচনে এই দুই প্রার্থীর তৎপরতাই বেশি। তাদের প্রচার প্রচারণাই চোখে পড়ার মতো। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তফা আহমেদ দাবি করেন পূর্বাঞ্চলের পাঁচটি ইউনিয়নে ভোটারদের বিপুল সমর্থন রয়েছে তার। এছাড়া গোটা উপজেলায় রয়েছে আওয়ামী লীগ সমর্থক হাজার হাজার ভোটার। একই সঙ্গে তিনি ২২ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়ে তিনি কারো কোন ক্ষতি করেন নি। বরং মানবতাকমী মানব হয়ে পাঁশে দাঁড়িয়েছেন বিপদগ্রস্থ ও দু:স্থদের। ইউপি চেয়ারম্যান থাকাকালীন হতদরিদ্রদের সর্বাধিক সুযোগ সুবিধা দিয়েছেন। ব্যক্তিগত ভাবে ক্লিন ইমেজের অধিকারী এই প্রার্থী মনে করেন শুধু আওয়ামী লীগের নয়, সর্বস্তরের মানুষের ভোট পাবেন তিনি।
Golam Mustofa Ahmed -গোলাম মোস্তফা আহমদ Shameem Haider Patwary -শামীম হায়দার পাটোয়ারী #Amarmp #Amarmp.com #Bangladesh #Bangladesh Mp #Gaibandha #আমারএমপি #আমারএমপি ডট কম #গাইবান্ধা #সুন্দরগঞ্জ